spot_imgspot_img
spot_imgspot_img

কঙ্গোতে ৩ শান্তিরক্ষীসহ নিহত ১৫

spot_img

জাতিসংঘবিরোধী বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। দেশটির পূর্বাঞ্চলে জাতিসংঘবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিনে সংঘর্ষে তিন শান্তিরক্ষী ও অন্তত ১২ বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

- Advertisement -

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সহিংসতার নিন্দা জানিয়েছেন।

জঙ্গিদের থেকে বেসামরিকদের রক্ষায় ব্যর্থতার অভিযোগে জাতিসংঘের বিরুদ্ধে সোমবার থেকে কঙ্গোতে বিক্ষোভ শুরু হয়।

জাতিসংঘের মহাসচিবের সহকারী মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, সোমবার পূর্বাঞ্চলের গোমা শহরে বিক্ষোভ শুরু হলেও পরদিন তা বুতেমবো-তেও ছড়িয়ে পড়ে; বুতেমবোতেই জাতিসংঘের এক সেনা ও মিশনে কর্মরত দুই জাতিসংঘ পুলিশ গুলিতে নিহত হয়েছে বলে নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেছেন হক।

এক প্রত্যক্ষদর্শী জানান, গোমায় জাতিসংঘ শান্তিরক্ষীদের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হতে দেখেছেন তিনি। শহরটিতে মঙ্গলবার অন্তত পাঁচজন বিক্ষোভকারী নিহত ও অর্ধশত আহত হয়েছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ুয়া।

বুতেমবোতে অন্তত ৭ বেসামরিক নিহত ও অজ্ঞাত সংখ্যক আহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির পুলিশপ্রধান পল এনগোমা।

ডিআর কঙ্গোতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত শান্তিরক্ষীদের মধ্যে দুইজন ভারতীয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যজন মরক্কোর নাগরিক বলে জানিয়েছে কঙ্গোর পুলিশ প্রধান পল এনগোমা।

কূটনীতিকরা জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই সংঘর্ষের ঘটনা নিয়ে রুদ্ধদার বৈঠক হয়েছে।

সূত্র: এনডিটিভি

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ