ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলামসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি সহকারী পরিচালক নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দুদক সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।
অন্য আসামিরা হলেন-বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সামছুদ্দিন আহমেদ এবং আবহাওয়াবিদ মো. আতিকুর রহমান।
এজাহার সূত্রে জানা যায়, নিজে লাভবান হওয়া ও অন্যকে লাভবান হওয়ার সুযোগ করে দেয়ার উদ্দেশে অভিযুক্তরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত সাবেক সার্ক মেটেরিওলজিক্যাল রিসার্চ সেন্টার (এসএমআরসি) ভবনের সংস্কার কাজে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা তিনটি পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে মোট ১৫ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ২৮১ মঞ্জুরি দিয়েছেন। যা দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদক বলছে, খরচের জন্য আসামি সামছুদ্দিন আহমেদ ওই প্রতিষ্ঠানের সংস্কার কাজে ছয় কোটি ৮৭ লাখ ৪৭ হাজার, ড. মুহাম্মদ শহিদুল ইসলাম আট কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৯১৪ টাকা ও আতিকুর রহমান ৬৩ লাখ ১৫ হাজার ৩৬৭ টাকা বেআইনিভাবে মঞ্জুর করেছেন।
আইন অনুযায়ী আবহাওয়া অধিদপ্তরের পরিচালক তার পদাধিকার বলে সর্বোচ্চ পাঁচ কোটি টাকার আর্থিক মঞ্জুরি অনুমোদন করতে পারেন। এ ক্ষেত্রে তিনি ক্ষমতার অপব্যবহার করে এর চেয়ে বেশি অর্থের মঞ্জুরি দেন। পরিচালক ছাড়া অন্য কোনো কর্মকর্তার আর্থিক মঞ্জুরি দেয়ার কোনো ক্ষমতা না থাকলেও অপর ওই দুই আসামি ওই সংস্কার কাজে আর্থিক মঞ্জুরি দিয়েছেন।