কাপ্তাইয়ে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত

রাঙামাটির কাপ্তাইয়ে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সাথে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিখিল দাস (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে কাপ্তাইয়ের কলাবুনিয়া ববিতা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত নিহত নিখিল দাস কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার চৌধুরীছড়ার বাসিন্দা মৃদুল দাসের ছেলে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন। নিহত নিখিল দাসকে জেএসএস সহযোগী সদস্য বলেছে নিরাপত্তা বাহিনী।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, কাপ্তাই মুখ নামক কলাবুনিয়া ববিতা টিলায় সেনাবাহিনীর টহলদলের ওপর জেএসএস সন্ত্রাসীর গুলি বর্ষণ করে। এক পর্যায়ে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে জেএসএস সন্ত্রাসী দলের এক সহযোগী নিহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা বিকাল ৫টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেএসএস রাঙামাটি জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, কাপ্তাইয়ে জেএসএসের সব কমিটি বর্তমানে নিস্ক্রিয়। তাছাড়া যে লোক মারা গেছে বলা হচ্ছে সে জেএসএস সদস্য হবার কথা নয়। জেএসএস করে পাহাড়িরা। হিন্দু বাঙালিরা জেএসএস করে না।

সর্বশেষ