বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

বিশেষ বন্ধনে’ ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক

 

- Advertisement -

বন্ধুত্বের বার্তা নিয়ে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা তথা চেয়ারম্যান কিম জং উন। গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরের সান্তোসা দ্বীপের বিলাসবহুল ক্যাপেলা হোটেলে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন প্রেসিডেন্ট ট্রাম্প ও চেয়ারম্যান কিম। দীর্ঘ ৭০ বছর পর দেশ দু’টির ক্ষমতাসীন নেতাদের মধ্যে প্রথমবারের মতো করদর্মনের ঘটনা ঘটলো। ‘বিশেষ বন্ধনে’ আবদ্ধ হলেন ট্রাম্প ও কিম। কিম কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার অঙ্গীকার করেছেন। বিনিময়ে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়াকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে পরমাণু অস্ত্রমুক্ত না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়ার বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন।

ঐতিহাসিক বৈঠক

সিঙ্গাপুরের স্থানীয় সময় গতকাল ৯ টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) সান্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলের লাইব্রেরিতে বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম জং উন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতা কিমের মধ্যে বৈঠকের স্থায়ীত্ব ছিল ৩৮ মিনিট। তাদের সঙ্গে কেবল দোভাষী উপস্থিত ছিলেন। এরপর তারা দুইজন নিজ দেশের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে বৈঠক করেন। দু’টি মিলিয়ে প্রায় ৫ ঘন্টা বৈঠক করেন ট্রাম্প ও কিম। বৈঠকের পর তারা সাংবাদিকদের সামনে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। ১৯৫০-৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর আর যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন কোনো নেতা নিজেদের মধ্যে বৈঠক করেননি কিংবা করমর্দনও করেননি।

সর্বশেষ