সন্ত্রাস ও চাঁদাবাজির মামলায় জয়পুরহাট জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ সদস্য জাহাঙ্গীর আলমকে (৩৭) গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোরে জয়পুরহাট থানা পুলিশ সদস্যরা তাকে জেলার সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে দুপুরে জেলহাজাতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, জয়পুরহাট জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে সদর উপজেলার ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দীন মন্ডলকে হুমকি প্রদান করে আসছিলেন। কিন্তু দাবিকৃত চাঁদা না দেয়ায় একপর্যায়ে গত সোমবার রাত ১০টার সময় জাহাঙ্গীর আলম তার ১০/১৫ জন সহযোগী সঙ্গে নিয়ে চেয়ারম্যান ফয়েজ উদ্দীন মন্ডলের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্চুর করে। এ ঘটনায় ওই রাতেই (সোমবার) ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দীন মন্ডল বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি,তদন্ত ) মো. মমিনুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।