চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।
- Advertisement -
রোববার (৩১ জুলাই) ভোর সাড়ে ৭টায় রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের পাঁচবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ইমাম উদ্দিন ও নুর মোহাম্মদের মুদির দোকান এবং মুফিজুর রহমানের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, সকাল সাড়ে ৭টায় অগ্নিকাণ্ডের খবর পাই। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুটি মুদির দোকান ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।