spot_imgspot_img
spot_imgspot_img

মোসাদ্দেকের ঘূর্ণিতে কাঁপছে জিম্বাবুয়ে

spot_img

মোসাদ্দেক হোসেনের ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ইনিংসের প্রথম ওভারের প্রথম এবং শেষ বলে দুই উইকেট তুলে নেওয়ার পর নিজের দ্বিতীয় এবং তৃতীয় ওভারেও একটি করে উইকেট তুলে নিয়েছেন এই অফ স্পিনার।

- Advertisement -

ইনিংসের প্রথম বলেই স্বাগতিক ওপেনার রেজি চাকাভাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন মোসাদ্দেক। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ওভারের শেষ বলে আগের ম্যাচে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করা মাধেভেরেকে মাত্র ৪ রানেই বিদায় করেছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। মোসাদ্দেকের অফ স্টাম্পের বেশ বাইরের বল নিয়ন্ত্রণহীনভাবে খেলতে গিয়ে কাভার পয়েন্টে মেহেদী হাসানের হাতে ধরা পড়েন মাধেভেরে।

নিজের দ্বিতীয় ওভারে ফের মোসাদ্দেকের ঘূর্ণিতে পথ হারায় জিম্বাবুয়ে। ওভারের তৃতীয় বলে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ এরভিনকে মাত্র ১ রানে সাজঘরের পথ চেনান তিনি। নিজের তৃতীয় ওভারে অভিজ্ঞ উইলিয়ামসকেও (৭ বলে ৮ রান) নিজের শিকার বানিয়েছেন এই স্পিনার।

এর আগে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি নুরুল হাসান সোহানের। রোববার (৩১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ এরভিন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ