ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। খবর এনডিটিভির।
- Advertisement -
ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবন থেকে ধোঁয়ার কুন্ডলী বের হচ্ছে।
পুলিশ জানায়, জবলপুরের দামোহ নাকা এলাকার কাছে দুপুরের পর নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ রোগী ও হাসপাতালের তিন কর্মী নিহত হন।