আজ পবিত্র আশুরা

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন ইবনে আলী (রা.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পবিত্র আশুরা পালিত হবে।

আজ মঙ্গলবার হিজরি ক্যালেন্ডারে মহররম মাসের ১০ম দিন। এই দিনটি ইসলামে “পবিত্র আশুরা” নামে সুপরিচিত।

- Advertisement -

৬৮০ খ্রিস্টাব্দের এদিনে হজরত ইমাম হোসেন (রা.) তাঁর পরিবারের সদস্য ও ৭২ জন অনুসারীসহ ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। ।

শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে কারবালা ময়দানে তাদের আত্মত্যাগ মানবতার ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে ।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হযরত ইমাম হোসেন (রা.) ও কারবালার অন্যান্য শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।

পবিত্র আশুরা সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি তাৎপর্যপূর্ণ ও শোকের দিন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কারবালার মর্মান্তিক ঘটনার স্মৃতিতে জ্বলন্ত পবিত্র আশুরার চিরন্তন বাণী আমাদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে। সত্য ও সুন্দরের পথে চলতে।

আবদুল হামিদ আশা প্রকাশ করেন, পবিত্র আশুরার মহান শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হবে।

রাষ্ট্রপতি যোগ করেন, “ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখানে সংঘর্ষ, হিংসা ও হিংসার কোনো অবকাশ নেই।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে পবিত্র আশুরাকে অত্যন্ত শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত দিন হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, সকলকে দিবসটির তাৎপর্যকে হৃদয়ে সমুন্নত রাখতে হবে এবং জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে হবে এবং বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলতে হবে। 

চলমান মহামারী কোভিড-১৯ প্রাদুর্ভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণঘাতী ভাইরাস আবার মাথা তুলেছে এবং তার সরকার এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

তিনি এ ব্যাপারে সর্বস্তরের জনগণের কাছ থেকে অব্যাহত সহায়তা কামনা করেন এবং সকলকে নিজ নিজ পরিবারের সাথে পবিত্র আশুরা পালনের জন্য এবং বিশেষ দোয়া করার আহ্বান জানান যাতে সর্বশক্তিমান আল্লাহ শীঘ্রই এই মহামারী থেকে মুক্তি পেতে সহায়তা করেন।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ দুপুর দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।

তাজিয়া মিছিলে দা, তরবারি বহন আতশবাজি নিষিদ্ধ

পবিত্র আশুরার মিছিল উপলক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করে আদেশ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আদেশে বলা হয়, তাজিয়া মিছিলে পাইক দলভুক্ত ব্যক্তিবর্গ দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে, যা ক্ষেত্রবিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। তাছাড়া মহরম মাসে পবিত্র আশুরা উপলক্ষ্যে আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এগুলো সম্পুর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন ডিএমপি কমিশনার।

সর্বশেষ