রাত ৮টার পর দোকান খোলা, ১২ দোকানকে জরিমানা

বোয়ালখালী,চট্টগ্রামঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাতে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

উপজেলা সদর, ফুলতল বাজার,শাকপুরা চৌমুহনী বাজার, পেতন শাহ মাজার গেইট ও কালুরঘাট এলাকায় বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। মঙ্গলবার রাত ৮টা পর থেকে এ কার্যক্রম চলে।

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। তারপরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন দোকানকে ২৩হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরেও বলেন, সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ও সরকারি নির্দেশনা প্রতিপালনে জন্য অনুরোধ করেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সতর্ক করা হয়।

এসময় উপজেলা সদরে ১টি দোকানে ৩ হাজার, ফুলতলা বাজারে ২টি দোকানে ১০ হাজার, শাকপুরা চৌমুহনী বাজারে ৩টি দোকানে ৫ হাজার, পেতন শাহ মাজার এলাকায় ৫টি দোকানে ২ হাজার ৫০০টাকা এবং কালুরঘাট এলাকায় ১টি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ