শাহরুখ খানের বাড়িতে হঠাৎই হাজির আমির খান। বলিউডে কান পাতলেই শোনা যায় তাদের সংঘাতের নানা কাহিনী। এমনকী একে অপরের উদ্দেশ্যে মিডিয়ার কাছে কটূক্তি করতেও শোনা গেছে তাদের। আবার পরে একমঞ্চে ধরাও দিয়েছেন আমির শাহরুখ। কিন্তু ব্যক্তিগত জীবনে আমির শাহরুখের সখ্যতা অনেকদিনই চোখে পড়েনি। এবার একেবারে সরাসরি শাহরুখের বাড়িতে পৌঁছে গেলেন মিস্টার পারফেকশনিস্ট।
এক প্রতিবেদনে জানা গেছে, গত ৫ আগস্ট শাহরুখের মান্নতের বাড়ি থেকে বের হতে দেখা যায় আমির খানকে। শাহরুখের সঙ্গে আমিরের পুরোনো বন্ধুত্ব। তাই তাকে মুক্তি প্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দেখানোর জন্য মান্নতের বাড়িতে গিয়েছিলেন আমির। সিনেমাটি দেখে শাহরুখ প্রশংসা করেছেন বলে জানা গেছে।
তবে শুধুমাত্র শাহরুখের সঙ্গে দেখা করাই একমাত্র লক্ষ্য ছিল না আমিরের। তিনি তাঁর পরবর্তী ছবি লাল সিং চাড্ডা ব্যক্তিগতভাবে দেখাতে চেয়েছিলেন শাহরুখকে। তাই মন্নতে কিংখানের ব্যক্তিগত হোম থিয়েটারেই শাহরুখকে লাল সিং চাড্ডা দেখালেন আমির। জানা গেছে, আমিরের নতুন ছবি লাল সিং চাড্ডা বেশ পছন্দ হয়েছে শাহরুখের। এদিকে শাহরুখ জানিয়েছেন, এই সিনেমা ব্যবসায় রেকর্ড গড়বে। শাহরুখের মুখ থেকে এমন প্রশংসা শুনে আপ্লুত আমির।’’
আগামী ১১ আগস্ট মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিং। সিনেমাটিতে আমিরের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মোনা।
দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন সুপারস্টার আমির খান। টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। আদভাইত চন্দনের পরিচালনায় এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১১ অগাস্ট। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছে ভায়াকম। ট্রেলার রিলিজের পর থেকেই এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। অনেকেই লিখেছেন যে, আমির কেন একটা রিমেকের পিছনে ৪ বছর নষ্ট করছেন? কেউ আবার ট্রেলার দেখেই বুঝেছেন যে, এটা হতে চলেছে পিকে টু। আমিরের একইরকম অভিনয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন নেটিজেনদের একাংশ।