প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের জন্য চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর আড়াই টায় পৌরসভার সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।
এসময় মেয়র জহুর বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ঘাতকের গুলিতে স্বপরিবারে নিহত হন। শোকাবহ এদিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বোয়ালখালী পৌরসভার পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। দিনটি উপলক্ষ্যে কোরআন খতম ও দোয়া মাহফিল সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রস্তুতি সভায় পৌর প্যানেল মেয়র রেবেকা সুলতানা মণি, মো. তারেকুল ইসলাম, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সিরাজুল হক, মো. ইসমাইল হোসেন চৌধুরী আবু, শেখ আরিফ উদ্দিন জুয়েল, মাহমুদুল হক, জাহাঙ্গীর আলম, মো. পারভেজ, হাজী নাছের আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, শাহনাজ পারভীন, পৌর সচিব মো.মোশাররফ হোসেনসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।