spot_imgspot_img
spot_imgspot_img

মেহেরপুরে পচা গরুরমাংস নিয়ে ব্যবসায়ী আটক

spot_img

মাহাবুব ইসলামঃ মেহেরপুরে গরুর পচা মাংসসহ শুকুর আলী নামের এক মাংস ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

- Advertisement -

মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ এ আদেশ প্রদান করেন। দণ্ডিত শুকুর আলী মেহেরপুর পৌর এলাকার চক্রপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

শনিবার (১৩ আগস্ট), মেহেরপুর শহরের বড়বাজার হতে পচা মাংসসহ শুকুর আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে নিরাপদ খাদ্য আইনে মামলা করে বিশুদ্ধ খাদ্য আদালত।

মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেন, বড়বাজারে শুকুর আলী নামের এক মাংস ব্যবসায়ী গরুর পচা মাংস বিক্রি করছেন জানতে পেরে বিশুদ্ধ খাদ্য আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে ৫ কেজি গরুর পচা মাংসসহ তাকে গ্রেফতার করে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্’র আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এমআই/ইএএম/পিআর

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ