চসিকের ক্র্যাশ প্রোগ্রাম শুরু জলাবদ্ধতা নিরসন-মশা নিয়ন্ত্রণে

মঙ্গলবার,১০ এপ্রিল,২০১৮

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক : চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন ও মশা নিয়ন্ত্রণে ২৫ দিনের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মঙ্গলবার সকালে নগরের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের নালা থেকে মাটি ও আবর্জনা উত্তোলন এবং মশার ডিম ধ্বংসকারী ‘লার্ভিসাইড’ স্প্রে করে এ অভিযান উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

নাগরিক দুর্ভোগ লাঘবের লক্ষে নগরীর ৪১ ওয়ার্ডের সব নালা-নর্দমা থেকে মাটি ও আবর্জনা উত্তোলন, মশার ডিম ধ্বংসকারী লার্ভিসাইড ছিটানো হবে। এর মধ্যে ১০-১২ এপ্রিল ২০, ২১, ৩২, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে, ১৩ থেকে ১৬ এপ্রিল ৭, ৮, ১৫, ২৪ ও ৩৯ নম্বর ওয়ার্ডে, ১৭-১৯ এপ্রিল ১৭, ১৯, ৩৬, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে, ২০-২৩ এপ্রিল ৪, ১৪, ১৬, ২৬ ও ৩১ নম্বর ওয়ার্ডে, ২৪-২৬ এপ্রিল ১০, ১১, ১৩, ২২ ও ৩৫ নম্বর ওয়ার্ডে, ২৭-২৯ এপ্রিল ৯, ২৩, ২৫, ২৭ ও ৩৪ নম্বর ওয়ার্ডে, ৩০ এপ্রিল থেকে ২ মে ৩, ৫, ৬, ১২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে এবং ৩-৫ মে ১, ২, ১৮, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালিত হবে।

ক্র্যাশ প্রোগ্রাম উপলক্ষে আজ নগরের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, জনসংযোগ কর্মকর্তা পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ হাসান রেজা, হাসান রশিদ, পরিচ্ছন্ন সুপারভাইজার কল্লোল দাশ প্রমুখ।

মেয়র বলেন, ‘আগামী ৫ মে পর্যন্ত বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে চলবে। ক্র্যাশ প্রোগ্রাম শেষে মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্ন সেবক সবাই মিলে নগরীর ৪১টি ওয়ার্ডে একসঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করবেন। এ ধরনের অভিযান এক মাস পর পর পরিচালিত হবে।’

তিনি বলেন, ‘যেকোনো ঝুঁকি নিয়ে নান্দনিক ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয় বাস্তবায়ন করা হবে। ক্র্যাশ প্রোগ্রামের জন্য অতিরিক্ত জনবল সংগ্রহ করা হয়নি। বিদ্যমান জনবল, ইকুইপমেন্ট ও ওষুধপত্র নিয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। প্রতি ওয়ার্ডে ৫০০ পরিচ্ছন্ন কর্মী নালা পরিস্কার এবং লার্ভিসাইড ছিটানোর কাজে নিয়োজিত থাকবে। প্রতিদিন ৫টি ওয়ার্ডে এ অভিযান চলবে।’

সর্বশেষ