দোহার প্রতিনিধিঃ ঢাকার জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা দোয়া ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৫ আগষ্ট ) নবাবগ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১ নং সাংসদ দোহার নবাবগন্জ প্রধান মন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিকল্পনায় দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু যদি না মারা যেতেন তা না হলে অনেক আগেই দেশটা সোনার বাংলায় রুপান্তরিত হয়ে যেত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে সালমান এফ রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে আমি যে কাজে হাত দেই সেখানে দেখেছি আমার আব্বার সব পরিকল্পনার কাগজপত্র।
এমপি বলেন, নির্বাচনে আমি দোহার ও নবাবগঞ্জে উন্নয়ন বিষয়ে যে সব ওয়াদা করে ছিলাম তা সব কিছুই বাস্তবায়ন করা হয়েছে। আশা করি মেগা প্রকল্পগুলি খুব তারাতারি দূশ্যমান হবে ইনশাল্লাহ। সারা বাংলাদেশের মধ্যে আমার নির্বাচনী এলাকা হবে একটি উন্নয়নের রোল মডেল সে চেষ্টাই করে যাচ্ছি।
এ সময় সালমান এফ রহমান তার ব্যাক্তিগত তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা ও যুব উন্নয়নের ঋনের চেক বিতরণ করেন। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার সার্কল এএসপি মো. আশরাফুল ইসলাম।
এর আগে তিনি উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শুভেচছা বিনিময় করেন। এবং দুস্থদের মাঝে তবারক বিতরণ করেন। দুপুর ১টার পর এমপি দোহার উপজেলা পরিষদ মসজিদে যোহরের নামাজ আদায় সহ দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন।
বিকেল ৩ টা ৩০ মিনিটে দোহার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও দোহার উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক নূরুল হক বেপারীর সন্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, সাবেক আই জি আর খান মোঃ মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব,বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার রজ্জব আলী মোল্লা, মোল্লা মোঃ বেলাল, ঢাকা জেলা সহ সভাপতি ফজলুল রহমান, দোহার উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, দোহার থানা (ওসি) মোস্তফা কামাল, প্রপেসর ডাঃ জালাল ,ফজলুল রহমান ফাউন্ডেশনের মহা সচিব আব্দুর রব, দোহার পৌর মেয়র মোঃ আলমাস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার,বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় উপ কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য মোঃ সুরুজ আলম, ঢাকা জেলা ছাএলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ সহ বিভিন্ন দলের নেতাকর্মী গণ।