spot_imgspot_img
spot_imgspot_img

‘খালেদা জিয়ার জামিন হলে ৩ মাসে দেশ পরিবর্তন হবে’

spot_img

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন হলে দেশ তিন মাসে পরিবর্তন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘দেশে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, মানুষের অধিকার নিশ্চিত করতে হয়, তাহলে খালেদা জিয়াকে আগে জামিন করাতে হবে। তাকে ছাড়া দেশ চলবে না।’

- Advertisement -

বুধবার (১৭ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জনতার অধিকার পার্টির (পিআরপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার জামিনের দাবি জানিয়ে জাফরুল্লাহ চৌধুরি বলেন, ‘বিনা বিচারে, অন্যায়ভাবে খালেদা জিয়াকে আটকে রেখেছেন। তিনি টাকা চুরি করেননি, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে রেখেছেন। এ জন্য তাকে আটকে রাখা হয়েছে। আপনি খালেদা জিয়াকে জামিন দেন। দেখেন, ৩ মাসের মধ্যে দেশে পরিবর্তন আসবে।’

তিনি বলেন, ‘সোজা কথায় বলতে চাই সুশাসন দরকার। জবাবদিহি দরকার। আর এর জন্য দরকার নিরপেক্ষ নির্বাচন। এ সরকারের অধীনে নিরেপক্ষ নির্বাচন সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আজ দেশের মানুষ কত কষ্টে আছে। লাখ-লাখ ফুটপাতের ব্যবসায়ী কষ্টে আছেন। তাদের নিয়ে কেউ ভাবে না।’

অনুষ্ঠানে উপস্থিত থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারের মন্ত্রীদের বাসায় কোনও লোডশেডিং নেই। এক মুহূর্তের জন্য তারা কষ্ট করতে রাজি নয়।’

মান্না বলেন, ‘আজ নির্বাচনের দিকে তাকিয়ে লাভ নেই। আমাদের লড়াই করতে হবে। যতগুলো দল পারা যায়– একত্রিত হয়ে অভিন্ন আন্দোলন করতে হবে।’

এ সময় মাহমুদুর রহমান মান্না জানান, কীভাবে আন্দোলন করা যায় সে বিষয়ে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সব বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলাপ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরপির চেয়ারম্যান তারিকুল ইসলাম।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ