ঘুষ নেয়ার অভিযোগে টোকিও অলিম্পিকের কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেয়ার অভিযোগে টোকিও অলিম্পিকের একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে জাপান সরকার। গ্রেপ্তারকৃত কর্মকর্তার নাম হারুইকি তাকাহাশি। তিনি গত বছরের জুলাইয়ে অলিম্পিকের সাংগঠনিক কমিটিতে ছিলেন।

- Advertisement -

বুধবার (১৭ আগস্ট) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, হারুইকি তাকাহাশি একটি বড় খুচরা প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি ১০ লাখ (৩ লাখ ৮০ হাজার ডলার) জাপানি মুদ্রা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ। যে প্রতিষ্ঠান থেকে তিনি ঘুষ নেন সেটি অলিম্পিকের অন্যতম স্পন্সর ছিল।

টোকিও জেলা পাবলিক প্রসিকিউটরের এক বিশেষ টিমের তথ্যানুসারে, ২০১৭ সালের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত অন্তত ৫০টি উপলক্ষে তিনি ঘুষ হিসেবে এই অর্থ গ্রহণ করেন।

তাকাহাশি জাপানের সিভিল সার্ভিসের কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সর্বশেষ