spot_imgspot_img
spot_imgspot_img

চাকরির জন্য আসা যুবকের লাশ মিললো হোটেলে

spot_img

সিলেট নগরীর তালতলাস্থ হোটেল শাহবানের একটি কক্ষ থেকে জয় ভট্টাচার্য (২৮) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) বিকালে হোটেলের তৃতীয় তলার ৩০৯ নং কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

- Advertisement -

জয় সুনামগঞ্জ সদর থানার নতুনপাড়া গ্রামের নিশিত ভট্টাচার্যের ছেলে। গত ১৫ আগস্ট হোটেল শাহবানের এ কক্ষ ভাড়া নিয়েছিলেন তিনি।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চাকরিতে যোগদান করতে ঢাকায় যাওয়ার জন্য বাসের টিকেট কাটতে গিয়ে দুদিন ধরে নিখোঁজ ছিলেন সুনামগঞ্জের জয়। বাংলাদেশ ব্যংকের সহকারী পরিচালক পদে উত্তীর্ণ হয়ে নিয়োগের অপেক্ষায় আছেন— এমন খবর পরিবার ও এলাকাবাসীকে দিয়েছেলেন জয়। উত্তীর্ণ হওয়ার পর এলাকাজুড়ে মিষ্টিও বিতরণ করে। কিন্তু প্রকৃতপক্ষে তার চাকরি হয়নি। পরে আত্মসম্মান রক্ষায় সত্য খবর আর জানাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন।

ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, জয় ভট্টাচার্য ১৫ আগস্ট ওষুধ কোম্পানির কর্মকর্তা পরিচয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। বুধবার (১৭ আগস্ট)  দুপুর পর্যন্ত ওই কক্ষ থেকে কোনও সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, জয় তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে নিয়োগের কোনও কাগজপত্র দেখাননি। চাকরিতে যোগদানের জন্য ঢাকায় যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ