চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে অস্ত্রসহ ফটিকছড়ির দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে-র্যাব-৭ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোতাগাজীর ঘাটা নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুর মেহের তালুকদার বাড়ির শফিউল আলমের ছেলে জামাল উদ্দিন (২৮) ও একই এলাকার আবদুল মোনাফের ছেলে আবদুল মবিন (২৬)। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এমোনেশন (ওয়ান শুটারগান) উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। অস্ত্র আইনে মামলা রুজু শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে গত বুধবার দেশি-বিদেশী অস্ত্র-বুলেটসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।