spot_imgspot_img
spot_imgspot_img

মাটিরাঙ্গায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ২

spot_img

ইফতিয়ার সবুজ: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ ভাবে আসা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ ২ জনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

- Advertisement -

শনিবার (২০ আগষ্ট) সকালে মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাসেল ও মো. রুবেল। রুবেল মাটিরাঙ্গার মিস্ত্রী পাড়ার মো. আব্দুল মান্নানের ছেলে এবং ট্রাক চালক রাসেল মাটিরাঙ্গা কাজী পাড়ার আব্দুল রহিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে খাগড়াছড়ি গামী একটি ট্রাক থেকে অবৈধ ভারতীয় শাড়ীসহ ট্রাক চালক রাসেলকে আটক করা হয়।

এর আগে ভোর ৪ টার দিকে চেয়ারম্যানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ মো. রুবেল নামে একজনকে আটক করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৃথক পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের ২২৮ টি ভারতীয় শাড়ি ও একটি মিনি পিক-আপ সহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইএএম/পিএস

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ