জিয়া মুক্তিযোদ্ধা নয়, ছিলেন মুখোশধারী : মায়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেননি। তিনি মুখোশধারী ছিলেন। তার পরিবার খুনি পরিবার। ৭৫ -এ বঙ্গবন্ধুকে হত্যার পেছনে ইন্ধন ছিল জিয়ার। এরই ধারাবাহিকতায় তার স্ত্রী-পুত্র মিলে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধ্বংস কর‍তে চেয়েছিল।

- Advertisement -

শনিবার (২০ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তন ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত-নিহত পরিবারের সদস্যদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, আসন্ন নির্বাচন আওয়ামী লীগের বাঁচা-মরার নির্বাচন। তাই নেতা-কর্মীদের ঘরে ঘরে যেতে হবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বিএনপিকে উচিত শিক্ষা দেওয়া দরকার। ২১ আগস্টের আহতরা ১৮ বছর ধরে শান্তিতে নেই। তাই, নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়াকে জবাব দেওয়া হবে।

তিনি বলেন, ২০০৪ সালে খালেদা-তারেকের নেতৃত্বে গ্রেনেড হামলা ছিল আ.লীগকে ধ্বংস করার সর্বোচ্চ পরিকল্পনা। এই খুনি পরিবারকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই খুনিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।

সর্বশেষ