চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার মসনদকে সুরক্ষিত করার চেষ্টা করছে। তারা মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে তাই প্রশাসনকে দলীয় বাহিনীর মতো ব্যবহার করা ছাড়া তাদের উপায় নাই। জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। আর তাই ক্ষমতায় টিকে থাকতে তারা বিএনপির ওপর দমন-পীড়ন চালাচ্ছে। প্রশাসন যন্ত্রকে তাদের অবৈধ ক্ষমতায় ঠিকে থাকার খুটি হিসাবে ব্যবহার করছে।
তিনি রবিবার (২১ আগষ্ট) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ দুই মাস কারাভোগ করে জামিনে মুক্তিলাভ করায় পাঁচলাইশ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে মহানগর বিএনপির দেওয়া সংবর্ধনায় এসব কথা বলেন।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, মিজানুর রহমান বিএনপির একজন সাহসী ও জনপ্রিয় নেতা। সরকারী অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই তাকে ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। মিজান ছাড়াও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে। কিন্তু মিথ্যা মামলা ও কারাগারকে বিএনপির নেতাকর্মীরা এখন ভয় পায় না। কারাগার এখন নেতাকর্মীদের কাছে রাজনীতির পাঠশালা। তারা মানুষের অধিকার আদায় করতে একবার নয় শতবার কারাগারে যেতে প্রস্তুত আছে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আহবায়ক কমিটির সদস্য আর ইউ চৌধুরী শাহীন, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, সাধারন সম্পাদক মুনির আহম্মেদ চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক মকবুল হোসেন খোকন, শাহাদাত হোসেন ওয়াসিম প্রমূখ।