মতামত ছাড়া থানা-ওয়ার্ডে পর্যায়ে পকেট কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির চলমান সঙ্কট সমাধানে এগিয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজস্ব লোকদের দিয়ে তিনি তথ্যসংগ্রহ করছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য।
গতকাল সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একাধিক নেতা জানান, ঘোষিত ঢাকা মহানগরের থানা-ওয়ার্ডের যেসব কমিটি মানার মতো নয়-এমন কমিটি বাতিল করে নতুন কমিটি করা হবে। সেসব কমিটির তালিকা করা হচ্ছে। মহানগরের ক্ষুব্ধ নেতারাও এই তালিকা তৈরিতে সহযোগিতা করছে।
আজ মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এই তালিকা দেওয়া হবে। ঘোষিত কমিটিতে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, নিষ্ক্রিয় নেতাদের পাশাপাশি বঞ্চিতদের নামও স্থান দেওয়া হয়েছে।
এদিকে, ঈদের পরের দিন গত রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসায় তার সঙ্গে দেখা করেছেন উত্তর ও দক্ষিণের সব থানার ক্ষুব্ধ নেতাকর্মীরা। এই কমিটি ঘোষণা নিয়ে মির্জা আব্বাস চরম ক্ষুব্ধ। ক্ষুব্ধ নেতাকর্মীরা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর সাথে দেখা করে তাদের অভিযোগ তুলে ধরেছেন।
অভিযোগ দেখে, অনেক স্থায়ী কমিটির নেতারাও বলেছেন, কাজটি ঠিক হয়নি। সর্বশেষ সোমবার স্থায়ী কমিটির বৈঠকে, গঠনতন্ত্র লংঘনের অভিযোগ এনে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির নেতারা।