১৫০ আসনে ভোট হবে ইভিএমে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব্বোর্চ্চ ১৫০ আসনে ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে, এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

- Advertisement -

এসময় বৈঠকে গাইবান্ধা-৫ শূন্য আসনে ইভিএমে ভোট ১২ অক্টোবর হবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া ৬১ জেলা পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নির্বাচনে কতগুলো আসনে ইভিএম ব্যবহার করা হবে তা নিশ্চিত করতে আজ বৈঠকে বসে নির্বাচন কমিশন।

ইসি জানায়, বর্তমানে ১ লাখ ৫০ হাজার ইভিএম মজুদ আছে। যা দিয়ে ৭০ থেকে ৮০ আসনে ভোট করার সক্ষমতা আছে। তবে ১৫০ আসনে ভোট করার জন্য নতুন ইভিএম মেশিন কিনতে হবে ইসিকে। সেই প্রকল্পের কাজ শুরু হয়েছে।

তবে ইভিএম নিয়ে বিএনপিসহ ১৪টি রাজনৈতিক দলের আপত্তি আমলে নেয়নি কমিশন। ইসির সাথে সংলাপে ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দেয় তারা। কয়েকটি দল অর্ধেক আসনে ইভিএমের প্রস্তাব দেয়। শুধু আওয়ামী লীগ চেয়েছিল ৩০০ আসনে ইভিএম।

সর্বশেষ