স্বাধীনতা দিবসে হামলা চালালে কঠিন জবাব দেওয়া হবে: জেলেনস্কি

 

- Advertisement -

রুশ নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনের ৩১ বছর আজ বুধবার উদ্‌যাপন করছে ইউক্রেন। একই সঙ্গে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের ছয় মাসও পূর্ণ হয়েছে এই দিন। খবর আলজাজিরার।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া।

এবার ইউক্রেনে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে অনেকটা ভীতি ও শঙ্কার মধ্যে।

ইতিমধ্যে জল-স্থলে বা আকাশপথে রাশিয়ার হামলার আশঙ্কায় রাজধানী কিয়েভে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পূর্বাঞ্চলীয় খারকিভে কারফিউ জারি করা হয়েছে।

রাশিয়ার যেকোনো হামলার ব্যাপারে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একই সঙ্গে তিনি সতর্ক করেছেন যে, এইদিন যদি রাশিয়া কোনো ধরনের হামলা চালায় তবে এর কঠিন জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চলে তার শাসন পুনরুদ্ধার করবে ইউক্রেন।

গত সপ্তাহেই জেলেনস্কি সতর্ক করেছিলেন যে, বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবসকে ঘিরে মস্কো কুৎসিত কিছু একটা ঘটানোর চেষ্টা করবে।

‘মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘তারা একটি প্রতিক্রিয়া গ্রহণ করবে, একটি শক্তিশালী প্রতিক্রিয়া’

‘আমি বলতে চাই যে প্রতিটা দিন এই প্রতিক্রিয়া বাড়বে, এটি আরও শক্তিশালী হবে।

এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, আগামীকাল আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের শত্রুদের জন্যও গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই রাশিয়ার উসকানি থেকে সতর্ক থাকতে হবে। আগামীকাল ভয়াবহ হামলা হতে পারে।

সর্বশেষ