দুই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা দাবি, আটক ৩

রাজধানীর শ্যামলী এলাকায় দুই ক্ষুদ্র ব্যবসায়ীকে জিম্মি করে টাকা দাবির ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে শ্যামলী দুই নম্বর রোডের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -

আটক ব্যক্তিরা হলেন, আমিনুল হক, সুমন হাওলাদার ও কাউসার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, সোমবার (২২ আগস্ট) রাতে জাকির ও সজল নামে দুই ভাঙারি ব্যবসায়ীকে জিম্মি করে ৫০ হাজার টাকা দাবি করে তিন জন। ভুক্তভোগীরা টাকা দাবির বিষয়টি স্বজনদের জানান। স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযানে নামে। পরে তাদের অবস্থান শনাক্ত করে ঘটনাস্থল থেকে দুই ভুক্তভোগীকে উদ্ধারসহ তিন জনকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

সর্বশেষ