spot_imgspot_img
spot_imgspot_img

জামালপুরে ভুয়া মেজর আটক

spot_img

জামালপুরের সরিষাবাড়িতে সেনাবাহিনীর মেজর এবং দুদক কর্মকর্তা পরিচয়দানকারী লিটন মিয়া (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে মোবাইল ও ভুয়া পরিচয়পত্র জদ্ধ করা হয়।

- Advertisement -

বুধবার (২৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) দিনগত রাতে পৌরসভার বাস-স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। লিটন মিয়া পৌরসভার বাউসি বাঙালিপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে।

পুলিশ জানায়, লিটন মিয়া দীর্ঘদিন ধরে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা, মেজর, কর্নেল, দুদক কর্মকর্তা, সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। বিষয়টি সরিষাবাড়ি থানায় অবহিত করা হলে প্রতারক শনাক্তের চেষ্টা শুরু হয়। মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক লিটনকে গ্রেফতার করা হয়।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, লিটন মিয়া নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তার পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিতেন। এ অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ