জামালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের থাকা আরও দুইজন।

- Advertisement -

বুধবার সন্ধ্যার দিকে জেলা সদর উপজেলার দিগপাইতের আদর্শ বটতলা এলাকায় মোটরসাইকেলে বাসচাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , সন্ধ্যায় মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে বাসটি সামনে থাকা তিনজন আরোহীর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্য দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নারায়ণপুর তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ