রাশিয়া থেকে টাকায় জ্বালানি তেল কিনতে চায় ঢাকা

রাশিয়া থেকে জ্বালানি তেলসহ নানা পণ্য আমদানিতে ডলারের পরিবর্তে টাকা ও রুবল ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক ও মস্কো। এ ছাড়া রাশিয়ার অপরিশোধিত তেল বাংলাদেশে পরিশোধন করা যায় কি-না তা জানতে ঢাকার বিশেষজ্ঞদের কাছে নমুনা পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।

- Advertisement -

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৬ মাস পূর্ণ হলো বুধবার। দিনটি সামনে রেখে গোলটেবিল আলোচনার আয়োজন ঢাকায় রুশ দূতাবাস।

এ সময় রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বাণিজ্যিক নিষেধাজ্ঞার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈশ্বিক অর্থনীতি।

জ্বালানি সহযোগিতা প্রশ্নে মান্টিটস্কি জানান, বাংলাদেশকে অপরিশোধিত ও পরিশোধিত তেল আমদানির প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে এ ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই।

তিনি আরও বলেন, রাশিয়ান অপরিশোধিত ও পরিশোধিত তেলের সরবরাহ সংক্রান্ত বেশ কয়েকটি উদ্যোগের বিষয়ে দুইদেশের সরকার বেসরকারি পর্যায়ে আলোচনা চলছে। রাশিয়ার অপরিশোধিত তেল বাংলাদেশে পরিশোধন করা যায় কি-না তা জানতে এদেশের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে।

আর রুশ প্রতিষ্ঠান গ্যাজপ্রম তেল-গ্যাস অনুসন্ধানে সহায়তা দেবে কি-না সে সিদ্ধান্তও ঢাকাকেই নিতে হবে।

রুশ রাষ্ট্রদূত আরও জানান, বৈশ্বিক পরিস্থিতিতে যাই হোক না কেন, ঢাকার পাশে থাকবে মস্কো। খাদ্য নিরাপত্তা নিশ্চিতেও অব্যাহত থাকবে সহযোগিতা। এ ছাড়া বাণিজ্য সম্প্রসারণে নিজস্ব মুদ্রা ব্যবহারের বিষয়টিও আছে আলোচনায়।

আলেকজান্দার মান্টিটস্কি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলারের পরিবর্তে টাকা ও রুবলের ব্যবহার নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রুশ কর্তৃপক্ষের আলোচনা চলছে। এ ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে জি-টু-জি ভিত্তিতে গম আমদানি শুরুতে কথাবার্তা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৩ লাখ টন শস্য সরবরাহের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ