আবারও চকবাজারে পলিথিন কারখানায় আগুন

রাজধানীর চকবাজারে একটি পলিথিন কারখানায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনটি নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হলো তা এখনো জানা যায়নি। হতাহতের সংবাদ নেই।

এদিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, রহমতগঞ্জের মাঠের পাশে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা সেটা নির্বাপন করে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যতটুক জানা গেছে, সেই কারখানায় প্লাস্টিকের দানা থেকে বিভিন্ন জিনিস তৈরি করা হতো।

প্রসঙ্গত,  চলিত মাসের ১৫ আগস্ট চকবাজারে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় জন নিহত হন।

 

সর্বশেষ