চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতারণার উদ্দেশ্যে ঘাপটি মেরে থাকা এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে পুলিশ ।
মঙ্গলবার (২৩ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ ।
পুলিশ জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর মনোগ্রাম খচিত টি-শার্ট পরিহিত এই ব্যক্তি নিজেকে ডিজিএফআই সদস্য বলে পরিচয় দিয়ে বিভিন্ন লোককে প্রতারিত করার উদ্দেশ্যে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া পরিচয়পত্র প্রদর্শন করে চমেক হাসপাতালে আগত লোকজনের নিকট বিশ্বাস স্থাপনের চেষ্টা করছে।
এমন খবরে উক্ত বিষয়ে অফিসার ইনচার্জকে অবহিত করে একই তারিখ ১৮.১০ ঘটিকার সময় পাঁচলাইশ মডেল থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে উপস্থিত হয়ে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামী রাসেল মোঃ ইফাত(২১) গ্রেফতার করে।
ধৃত আসামীকে চমেক হাসপাতালে আসার কারণ জিজ্ঞাসা করলে তার সদুত্তর দিতে পারে নাই। ধৃত আসামী বাংলাদেশ সেনাবাহিনীর কোন সদস্য নয় এবং জাল পরিচয়পত্র প্রস্তুত করতঃ বাংলাদেশ সেনাবাহিনীর মনোগ্রাম খচিত টি-শার্ট পরে নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দিয়ে প্রতারনার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে মর্মে স্বীকার করে।
প্রেস বিজ্ঞপ্তি