শ্রীলঙ্কা-আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এশিয়া কাপের ১৫ তম আসরের। উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
শ্রীলঙ্কার সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স ভালো অবস্থায় নেই। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে লঙ্কানরা। বিপরীতে আফগানদের অবস্থাও তেমন সুবিধার নয়। শেষ পাঁচ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে তারা। মুখোমুখি লড়াইয়ে টি-টোয়েন্টিতে অবশ্য একবারের দেখায় ২০১৬ বিশ্বকাপে আফগানদের হারিয়েছিল শ্রীলঙ্কা।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাযরতউল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, আজমতউল্লাহ ওমারজাই, রশিদ খান, ফজলহক ফারুকী, নাবিন উল হক, মুজিবর রহমান।