spot_imgspot_img
spot_imgspot_img

পুলিশ সদস্যকে চাপা দেওয়া লরির চালক গ্রেপ্তার

spot_img

রাজধানীর উত্তরায় লরি চাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবল কাজী মাসুদ ও বাস কাউন্টার কর্মচারী জাহাঙ্গীর আলমের নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ আগস্ট) সকালে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার চর ফকিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তার হওয়া বাসচালকের নাম আব্দুল আল আজাদ (২৩)। তিনি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার চর ফকিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গত ২৮ আগস্ট রাতে বেপরোয়াভাবে লরি চালানোর সময় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল কাজী মাসুদ ও বাস কাউন্টার কর্মচারী জাহাঙ্গীর আলমকে চাপা দিয়ে পালিয়ে যান চালক আব্দুল আল আজাদ। এতে ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল মাসুদ। চিকিৎসাধীন অবস্থায় পর দিন মারা যান জাহাঙ্গীর আলম। এ ঘটনায় নিহত কনস্টেবলের স্ত্রী রিমি আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, চালক আজাদ ভারী যান চালালেও তার লাইসেন্স আছে হালকা যান চালানোর। আব্দুল্লাহপুরে পুলিশ সদস্যকে চাপা দেওয়ার পর তিনি লরি ফেলে পালিয়ে শ্বশুর বাড়ি চলে যান। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  চাপা দেওয়া লরিটিও জব্দ করা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ