spot_imgspot_img
spot_imgspot_img

বন্ধ হলো বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স মার্কেট

spot_img

সাময়িকভাবে বন্ধ হলো বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স মার্কেট হিসেবে পরিচিত চীনের শেনজেনের হুয়াকিয়াংবেই এলাকার ইলেকট্রনিক্স সামগ্রীর মার্কেট। কোভিড সংক্রমণ নির্মূলে বেইজিংয়ের জিরো কোভিড নীতির অংশ হিসেবে এটি আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

- Advertisement -

ওই মার্কেট ছাড়াও হুয়াকিয়াংবেই এলাকার সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিস বন্ধ থাকবে। তবে হাসপাতাল ও সুপারমার্কেট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

হুয়াকিয়াংবেই এলাকায় সম্প্রতি ১১ জনের করোনা শনাক্তের পর এই সিদ্ধান্ত নেয় স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার সকালে মার্কেটের প্রধান ফটকের সামনে এ সংক্রান্ত নোটিস দেখতে পান ব্যবসায়ীরা। এতে বলা হয়, অঞ্চলটিতে কয়েকজনের কোভিড শনাক্ত হওয়ায় মার্কেট আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।

মার্কেট বন্ধ থাকাকালে সেখানকার সব ব্যবসায়ী ও কর্মচারীকে প্রতিদিন র‌্যাপিড টেস্ট করানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে মার্কেট খোলার পর কর্তৃপক্ষের প্রতিনিধিদের এই টেস্ট রিপোর্ট দেখাতে হবে। এটি দেখানোর পরই কেবল তারা মার্কেটে প্রবেশের সুযোগ পাবেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ