সকালে প্রেসক্লাবে বিজ্ঞপ্তি, বিকালে পল্টনে মিথ্যা বলাই বিএনপির কাজ: নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তারা (বিএনপি) সকালে প্রেসক্লাবে এসে একটা বিজ্ঞপ্তি দিবে, বিকালে পল্টনে গিয়ে দুইটা মিথ্যা কথা বলবে। আর সারা সন্ধ্যা ওইখানে পড়ে থাকবে; বুঝাবে, নসিহত করবে, নালিশ করবে। সময় আসলে জ্বালাও-পোড়াও, পেট্রোলবাজি আর বোমাবাজি করার পরিকল্পনা তারা করছে; যাতে করে প্রাণহানি ঘটে, আমাদের ইমেজের ক্ষতি হয়। এটা তাদের প্ল্যান কিন্তু তারা সফল হবে না।’

- Advertisement -

সোমবার (২৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘মুজিব নামে বুকের ভেতর রক্তধারা বয়; শোককে করবো শক্তি, এই দৃঢ় প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই মহাপরিকল্পনায় বিনোয়াগকারীর এক নম্বর হচ্ছে খালেদা জিয়ার কুপুত্র তারেক রহমান। লন্ডনে বসে ক্যাসিনো থেকে কিছু কুড়িয়ে, কিছু কামিয়ে ও চাঁদা তুলে নিয়ে গিয়ে মহাপরিকল্পনায় বিনিয়োগ করছে। একটাই উদ্দেশ্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা! বিএনপি-জামায়াত এই  তথাকথিত নবগোষ্ঠীর দিনরাত গুলশান-বারিধারার কূটনৈতিক পাড়ায় দৌড়ঝাঁপ ছাড়া আর কোনও রাজনৈতিক কাজ নেই বলেও মন্তব্য করেন নওফেল।

নওফেল আরও বলেন, বঙ্গবন্ধুর দার্শনিক চিন্তাকে সন্তানদের মাথায় ঢুকিয়ে দিতে হবে। আদর্শিক চর্চাটা ব্যক্তিজীবনে আনতে হবে, এর মাধ্যমে ছাত্রলীগের গোড়াটা শক্তিশালী হবে। একটি রেইনবো প্ল্যাটফর্ম আমাদের লাগবে, যেখানে সকাল প্রকারের, সকল কিসিমের যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তাদেরকে অবশ্যই রাখতে হবে। সবাইকে এ বিষয়ে মনযোগী হতে হবে।

‘আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে আদর্শিক প্রস্তুতি নিতে হবে। শুধুমাত্র আদর্শিক রাজনীতিতেই মুক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নিয়ে ষড়যন্ত্র করার জন্য একটি গোষ্ঠী ওঠেপড়ে লেগেছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার একটা লক্ষ্য তাদের আছে। তাই বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তির শতভাগ উপস্থিতি নিশ্চিত করার আহবান জানান শিক্ষা উপমন্ত্রী।

হল শাখা ছাত্রলীগের সভাপতি শহিদুল হক শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, হল শাখা ছাত্রলীগের সভাপতি মাকসুদ রানা মিঠু, জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি প্রমুখ।

সর্বশেষ