তৌহিদুর রহমান : দীঘদিন যাবৎ শিল্প বর্জ্যরে কারণে হালদা নদী ও হাটহাজারী উপজেলার শিকারপুর, বুড়িশ্চর, উত্তর ও দক্ষিণমাদার্শা, চিকনদণ্ডী, ফতেপুর, মেখল ও গড়দুয়ারা ইউনিয়নের ফসলের মাঠ, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় ব্যাপক দূষণের শিকার হয়ে আসছে। এ ব্যাপারে বন ও পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, জেলাও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বহুবার দাবি জানানোর পরেও কোন সুফল পাওয়া যায়নি। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সা¤প্রতিক ভয়াবহ বন্যায় এ দূষণের মাত্রা আরও বেড়ে গিয়ে হালদা নদী, হাটহাজারী ও রাউজান উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিষাক্ত পানিতে মাছ মরে ভেসে উঠছে এবং দূষিত পানি এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। কৃষি কাজের জন্য মানুষ জমিতে নামতে পারছে না। এ অবস্থায় শিগগিরই কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তিনি আহবান জানান এবং অন্যথায় ভূক্তভোগি জনগণ সংশ্লিষ্ট প্রশাসন ঘেরাও করে দাবি আদায় করতে বাধ্য হবে বলেও উল্লেখ করেন তিনি।