রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

প্রশাসনে এখন আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে

মো.মুক্তার হোসেন বাবু: চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে প্রায়ই বলতেন, আমার দেশের সরকারি কর্মচারীরা জনগণের সেবক, খাদেম এবং ভাই। বর্তমান সরকার বঙ্গবন্ধুর এ দর্শন অনুযায়ী ‘ব্যুরোক্রেসি’ পরিচালনা করছে। প্রশাসনে এখন আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। গতকাল শনিবার নগরের সার্কিট হাউজে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তৃণমূলে কাজ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখন জনগণের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রেখে আমরা সাধারণ মানুষের দুয়ারে তাদের প্রাপ্য সেবা পৌঁছে দিতে চাই। তাদের সঙ্গে এক কাতারে এসে দাঁড়াতে চাই।
জাতিসংঘের গভর্নমেন্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম সূচকে বাংলাদেশ এগিয়েছে উলে­খ করে তিনি বলেন, সরকার অ্যানুয়েল পারফরমেন্স অ্যাগ্রিমেন্ট (এপিএ), ন্যাশনাল ইন্টেগ্রেটি স্ট্র্যাটেজি (এনআইএস), ইজ অব ডুয়িং বিজনেস (ইডিবি) বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কত সহজে মানুষকে সেবা দেওয়া যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের ইনোভেটিভ আইডিয়ার জন্য পুরস্কৃত করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, আমার এলাকায় আমার পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশ কিংবা প্রশাসনের কাছে যে ধরনের সেবা পাওয়ার যোগ্য বলে আমি মনে করি ঠিক সে ধরনের সেবা যদি আমার কর্মস্থলে আমি জনগণকে দেই তবেই পাবলিক সার্ভিসে গুণগত পরিবর্তন আসবে। তিনি বলেন, সরকারি চাকরিতে অহংকারের কিছু নেই। সরকারি চাকরি পাওয়ার পর ক্ষমতা দেখানোর কিছু নেই। বরং এ চাকরির মাধ্যমে আমরা এখন ‘পাবলিক সার্ভেন্ট’ মাত্র।

- Advertisement -

এর আগে পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সকাল ১০ টায় র‌্যালির আয়োজন করে জেলা প্রশাসন। র‌্যালিটি নগরের সার্কিট হাউজ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সার্কিট হাউজে এসে শেষ হয়।
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, পুলিশ সুপার নুরে আলম মিনা ও জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন শাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মমিনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবীর, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়াসমিন পারভিন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিরুল কায়ছার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ