- Advertisement -
রোমেলু লুকাকু এবং ইডেন হ্যাজার্ডের জোড়া গোলে বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়াম। শনিবার মস্কোয় ‘জি’ গ্রুপের খেলায় বেলজিয়াম ৫-২ গোলে তিউনিসিয়াকে পরাজিত করে। বেলজিয়ামের হয়ে পঞ্চম গোলটি করেন মিশি বাতশুয়ারি।
তিউনিসিয়ার হয়ে খেলার ১৮ মিনিটে গোল করেন দাইলান ব্রুন। খেলার অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান কিছুটা কমান ওয়াহবি খাজরি।
খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় বেলজিয়াম। ৩-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে একাধিক সুযোগ পায় বেলজিয়াম। কিন্তু ভাগ্য ফেবার না করায় মুহুর্মুহু আক্রমণ করেও দ্বিতীয়ার্ধে দু্ইটির বেশি গোল পায়নি বেলজিয়াম।