৯টি নিত্যপণ্যের দাম বেধে দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে একমত নন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (৩০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী তার এই মত প্রকাশ করেন।
কৃষিমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম বেধে দেওয়ার এ পদক্ষেপ কতটা বাস্তবসম্মত এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয় বলুক। পণ্যের মার্কেটে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড (সরবরাহ ও চাহিদা), এটা হলো ইকোনমিকসের বেসিক থিউরি।
রাজ্জাক বলেন, নিত্যপণ্যের দাম নির্ধারণ করার বিষয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। আমরা বিদেশ থেকে চাল আনছি, আমরা ওএমএসে দিচ্ছি। এতে চালের দাম ইনশাআল্লাহ কমবে।
তিনি বলেন, চাল আমদানি ছাড়াও সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। একই সঙ্গে ওএমএসের মাধ্যমে সারাদেশে চাল বিক্রি করা হবে। আশা করি, এসব পদক্ষেপের কারণে চালের দাম কমে আসবে।