চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে সাইমন আল সাদী (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
- Advertisement -
মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় নাজিরহাট রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাইমুন আল সাদী হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াসের ছেলে। সে কাটিরহাট মাদ্রাসার ৭ম শ্রেণি শিক্ষার্থী।
হাটহাজারী রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়নুল আবেদিন বলেন, ছেলেটি রাস্তা ট্রেনলাইন পার হওয়ার সময় কাটা পড়ে। তাকে হাটহাজারী পুলিশের মাধ্যমে উদ্ধার করে রেলওয়ে থানায় করা হস্তান্তর করা হয়েছে।