সাভারে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ১০

সাভারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সময় লাঠিচার্জে আহত হন বিএনপির প্রায় ২০ নেতাকর্মী। এছাড়া ঘটনাস্থল থেকে আটক করা হয় ১০ জনকে। বুধবার (৩১ আগস্ট) দুপুর তিনটার দিকে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

- Advertisement -

বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন নিজ এলাকার বাইরে থাকার পর সম্প্রতি সাভারে ফেরেন বিএনপি নেতা খোরশেদ। এ উপলক্ষে বুধবার বাড়িতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনুষ্ঠান বন্ধ করে দিতে চায়। পরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে মিলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পুলিশের লাঠিচার্জে ও ছাত্রলীগের হামলায় আহত হয় বিএনপির প্রায় ২০ নেতাকর্মী। গ্রেফতার হয় বিএনপির ১০ নেতাকর্মী।

বিএনপি নেতা খোরশেদের ভাই মোশারফ অভিযোগ করেন, আমার ভাই দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরেছেন। সেজন্য বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন মসজিদ কমিটির সদস্যদের পাশাপাশি কয়েকশ’ লোকজন উপস্থিত ছিলেন। হঠাৎ পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়। পরে তাদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। একই সময় ছাত্রলীগের লোকজনও হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে। ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে দাবি করেন তিনি।

সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, পুলিশের টিম সড়ক দিয়ে টহল দিচ্ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়। সেখান থেকে ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ