বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

রবিবার বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

 

- Advertisement -

আগামীকাল রবিবার (২৪ জুন) বিকাল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

দলটির সূত্র জানায়, সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হবে। সেখান স্থানীয় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন উর রশিদকে প্রত্যাহারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন মির্জা ফখরুল।

সর্বশেষ