কারখানায় গুলিবিদ্ধ হয়ে মো. রিপন (৪০) ও আলম (৩০) নামের দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সাভারের বিরুলিয়ায় সিমটেক্স ইন্ডাস্টিজ লিমিটেড কারখানায় কর্মরত। তবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সিটি ইউনিভার্সিটি সংলগ্ন সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এই গুলির ঘটনা ঘটেছে বলে জানা যায়।
কারখানার একাধিক শ্রমিক অভিযোগ করে বলেন, কারখানায় গত ১ সপ্তাহ ধরে মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছে। আজও সেই দ্বন্দ্বের জেরে কারখানায় গুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে একটি গুলি রিপনের পায়ে ও আলমের শরীরে লাগলে, তাদের চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কোরবান বলেন, কারখানার মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল দুই পক্ষের। আজ চেয়ারম্যান দাবি করেন সাবেক কর্নেল আনিছুর রহমান লোকজন নিয়ে বিকেলে কারখানায় আসেন। তার ওই লোকজনের কাছে শটগান ছিল। কারখানার ভেতর বর্তমান মালিকের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হলে আনিছুর রহমান একপর্যায়ে গুলি করতে নির্দেশ দেন তার গ্যানম্যানকে।