spot_imgspot_img
spot_imgspot_img

লাঙ্গলকোটে ৪৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

spot_img

কুমিল্লার লাঙ্গলকোটে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৫০ জনের নাম উল্লেখ এবং ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) রাত ১০টায় নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন চন্দ্র নাথ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলাটি করেন।

- Advertisement -

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার এএসআই দেলওয়ার হোসেন।

তিনি বলেন, ‘গতকাল সংঘর্ষের ঘটনায় আমাদের অফিসার ইনচার্জসহ অন্তত অর্ধশতাধিক সাধারণ মানুষ আহত হয়েছেন। এ ছাড়াও গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেখানে যারা সংঘর্ষ করেছিল তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলায় এজাহারনামীয় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও বাকিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।’

উল্লেখ্য, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন পুলিশসহ কমপক্ষে ২০ জন। বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টায় নাঙ্গলকোট পৌর এলাকায় এ ঘটনা ঘটে। জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদের বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল নাঙ্গলকোট উপজেলা বিএনপি। কর্মসূচিতে বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া যোগ দেন। সকাল ৯টার আগে দলে দলে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোড়ে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ