চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গত এক মাসে ৮৫ জন গ্রেপ্তার হয়েছে। সংস্থাটির চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যাতি চাকমা এ তথ্য নিশ্চিত করেন।
- Advertisement -
তিনি বলেন, ‘গত আগস্ট মাসে ৩৫৫টি অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে মাদকসহ ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৮৩টি মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও জানান, অভিযানে ৪০ হাজার ৫০৫ পিস ইয়াবা, পাঁচ কেজি ৪৪০ গ্রাম গাঁজা ও ২২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।