রাজধানীর বনানীতে স্ত্রীর ছুরিকাঘাতে শাওন পেদা (২০) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বনানীর সাত তলা বস্তিতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্ত্রী সুমাইয়া আক্তারকে (১৮) আটক করেছে পুলিশ।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির রাসেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যায় সাততলা বস্তির ভাড়া বাসায় শাওন ও তার দ্বিতীয় স্ত্রী সুমাইয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাওনের তলপেটে ছুরিকাঘাত করে সুমাইয়া। এতে গুরুতর আহত হয় শাওন। প্রথম স্ত্রী শাহনাজ বেগম আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে রাত ৮টায় ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
এসআই আব্দুল কাদির রাসেদ বলেন, ‘এ ঘটনায় শাওনের মা শাহিনুর আক্তার বৃহস্পতিবার সুমাইয়া ও তার মাকে আসামি করে একটি হত্যামামলা করেন। পরে সুমাইয়াকে আটক করা হয়। ’
মৃতের খালা রেমিজা আক্তার জানান, শাওন পেশার পিকআপ ড্রাইভার ছিলেন। ১০ মাস আগে সুমাইয়াকে বিয়ে করেন শাওন।