নারায়ণগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের গুলি ও হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ।
- Advertisement -
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মিছিলে পুলিশের হামলা ও গুলিতে একজনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘সভা সমাবেশের অধিকার একটি গণতান্ত্রিক অধিকার। পুলিশি দমনপীড়ন চালিয়ে জনগণের এই অধিকার খর্ব করে ক্ষমতায় থাকার পরিণতি ভালো ফল নিয়ে আসেনি।
বিবৃতিতে তিনি বিরোধী মতের প্রতি দমন ও হামলা, মামলা, দমন পীড়নের পথ পরিহার করার আহ্বান জানান।