চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য এম এ লতিফ মন্তব্য করেছেন ‘গণতন্ত্রের কথা বলে নৈরাজ্য ও ধ্বংসলীলা চালিয়ে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করছে ’।
তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে এ চক্রের ধারাবাহিক ষড়যন্ত্র শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও গণতন্ত্র নস্যাৎ করতে পারবে না।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ বেপারী পাড়া এলাকায় এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
এমপি লতিফের উদ্যোগে এ গণবিক্ষোভ মিছিল ও সমাবেশে আয়োজন করা হয়। মিছিলটি আগ্রাবাদ এক্সেস রোড হয়ে বাদামতলী-চৌমুহনী মোড় হয়ে পাঠানটুলি রোড প্রদক্ষিণ করে কদমতলী মোড় এসে শেষ হয়।
লতিফ বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা বিএনপি-জামাতের এই ষড়যন্ত্র রাজপথে রুখে দেবে। এসময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ সভাপতি ছালেহ আহম্মেদ চৌধুরী, ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শাহিন সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপুসহ আরও অনেকে।