বিএনপি রাজপথে আন্দোলনের নামে লাশের রাজনীতি করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, লাশ ফেলে সরকার হটাতে পারবে না বিএনপি। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এ সময় তিন আরও বলেন, মির্জা ফখরুল সাহেবের আন্দোলন আন্দোলন বলতে বলতে গলা শুকিয়ে গেছে। নেতাকর্মী ছাড়া বিএনপির সাথে জনগণের কোনো সংযোগ নেই। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। নির্বাচনের মাধ্যমেই সব কিছুর ফয়সালা হবে।
সেতুমন্ত্রী বলেন, ‘টেমস নদীর ওপার থেকে দণ্ডিত অর্থপাচারকারী অপরাধী হাকডাক দিচ্ছে। সেই ডাকে টেমস নদীতে ঢেউ উঠেছে কি না জানি না, তবে পদ্মা-মেঘনা-যমুনায় ঢেউ নেই। বিএনপির শুকনো নদীতে জোয়ার আর আসবে না। চিৎকার যত পারেন করেন ফয়সালা হবে নির্বাচনে। হুমকি দিয়ে লাশ ফেলতে চান ? লাশ ফেলার দুষ্টচক্রে আবদ্ধ হচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি। আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়া, আইভি রহমানকে হত্যা করেছে। চট্টগ্রাম থেকে জিয়ার লাশ ঢাকায় আনা হয়েছে কিন্তু সেই লাশ কেউ দেখেনি। মির্জা ফখরুল সাহেব লাশের একটা ছবি দেখাতে পারবেন? পারবেন না।’
তিনি বলেন, ‘বিশ্ব পরিস্থিতিতে একটা সঙ্কটময় অবস্থা চলছে। সারা বিশ্বই অস্থিরতার মধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম সরকার প্রধান যিনি বলেছেন আমাদের মানুষ কষ্টে আছে। তার মানে বাস্তবতা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী। তারপরও এখানে আন্দোলনের হাঁকডাক শোনা যায়।’
এ সময় বিএনপি ক্ষমতায় থাকতে কেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কমিশন গঠন করেনি সেই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপির ভিতর অনেকেই আছে জিয়া হত্যার সাথে সম্পৃক্ত।