মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

মেহেরপুরঃ  মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এক শারীরিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযােগ উঠেছে তারই প্রতিবেশী চাচাতো ভাই মনিরুল ইসলামের বিরুদ্ধে।

- Advertisement -

এদিকে ধর্ষণের অভিযােগ উল্টাে দিকে প্রবাহিত করার লক্ষে অভিযুক্ত মনিরুল ইসলাম ভূক্তভোগীর পরিবারের নামে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যা এলাকার মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (৩০ আগস্ট) ভবানীপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী যুবতীর মা অসুস্থ্যতার কারণে রাজশাহীতে চিকিৎসা নিতে গিয়েছিলেন। প্রতিবন্ধী যুবতীর বাবা ছিলেন মাঠে। বাড়িতে একা পেয়ে যুবতীর চাচাতো ভাই প্রতিবেশী মনিরুল উঠান থেকে ঘরে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের শিকার প্রতিবন্ধীর চিৎকারে ছোট ভাই এগিয়ে গিয়ে বিবস্ত্র অবস্থা দেখে এবং মনিরুলকে আটকানাের চেষ্টা করেন। অবস্থা বেগতিক দেখে মনিরুল দৌঁড়ে পালিয়ে যায়।

ধর্ষণের বিচারের দাবীতে ওই দিন মনিরুলের বাড়িতে যান প্রতিবন্ধী যুবতি ও তার পরিবারের সদস্যরা। এতে মনিরুলের স্ত্রী রোজিফা খাতুন, তার মেয়ে আয়েশা খাতুন ওরফে মুন্নী এবং জামাতা শান্ত মারপিট করে তাকে বাড়ি থেকে বের করে দেন।

এদিকে,অভিযুক্ত মনিরুল ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাবশালী মহলের সহায়তায় নানাভাবে পায়তারা চালাচ্ছে। তাছাড়া ধর্ষিতার পরিবারকে মামলা না করতে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই সাথে ধর্ষিতার বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির অভিযোগও করা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে গ্রামের একটি পক্ষ বিষয়টি সালিনের মিমংসার জন্য উঠেপড়ে লেগেছে। অভিযুক্ত ধর্ষক মনিরুলকে রক্ষা করতেই নানাভাবে প্রতিবন্ধী পরিবারকে টাকার প্রলোভন ও হুমকি দিচ্ছে তারা। ফলে ওই প্রতিবন্ধী ও তার পরিবারের লোকজন মামলা করতে থানা পর্যন্ত আসতে পারছে না। তাই পুলিশের পক্ষ থেকে অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন স্থানীয়রা। তবে অভিযোগ অস্বীকার করেন মনিরুল ইসলাম। মনিরুলের ভাষ্য,পারিবারিক কলহের জের ধরে ওই প্রতিবন্ধী পরিবারটি মিথ্যা অভিযোগ করছে। মামলা করার হুমকী দিচ্ছে তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

এব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ধর্ষণের বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ